কিভাবে ফেসবুক আমাদের তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে | Darkness of Facebook

ফেসবুক ব্যবহারকারীদের জন্য কিছু কথা

এখন তো সবাই টিকটক ফেসবুক ইউটিউব ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করলে কি ক্ষতি এটা খুব  সহজ একটি প্রশ্ন । কিন্তু এর উত্তর কতটা ভয়ঙ্কর এবং প্রত্যেকের সাথে কতটা জড়িত তা আপনি কল্পনাও করতে পারবেন না । ভয়াবহ করোনার সময়ে যেখানে মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকতে হিমশিম খেয়ে যাচ্ছে ঠিক এমন একটা সময়ে শুধু একজন মানুষ দুই হাজার 200 কোটি টাকার মালিক। যিনি পৃথিবীর শীর্ষস্থানীয় ধনীদের তিনজনের মধ্যে একজন তিনি হচ্ছেন  মার্ক জুকারবার্গ ।  আপনি আমি যে ফেসবুক চালাচ্ছি তা এই ভদ্রলোকই তৈরি করেছেন ।

কিন্তু আপনি আমি নয়টা ছয়টা অফিস করে বাসে ঝুলে বাসায় ফিরছি অথবা কেউ বেকার হয়ে কোন একটা চাকরির জন্য ছোটাছুটি করছি বা কেউ ভার্সিটির ডিগ্রি নিতে  ব্যস্ত । এদিকে সমস্ত দ্রব্যমূল্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে সবকিছুতে শুধু খরচ আর খরচ মাথায় দুনিয়ার চিন্তা বউ বাচ্চা সংসার সন্তানদের ভবিষ্যত কি হবে অথচ 

অথচ আমাদের দুই অঙ্গুল ব্যস্ত থাকে মোবাইলের স্ক্রিন স্ক্রোলিং এ। ফেসবুক ইউটিউব সেখান থেকে টিক টিক টক বা ইনস্টাগ্রাম কেউ-না-কেউ আমাদের ব্যস্ত রাখছেই । কিন্তু একবারও কি ভেবে দেখেছেন স্ত্রী সার্ভিস দেওয়া এই অ্যাপস গুলো কিভাবে তাদের ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে এখানে তাদের লাভটাই বা কি 


আপনার-আমার ইনফর্মেশন বিক্রি করে এরা মিলিয়ন বিলিয়ন ডলারের পাহাড় গড়ছে । এদের বলা হয় ডাটা ব্রোকার । আপনার আমার পার্সোনাল ইনফরমেশন হচ্ছে এদের মূল পুজি। এবার ব্যাপারটা একটু ঘোলাটে মনে হচ্ছে তাই না । সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি দেখতে থাকুন ।

ধরুন আপনি একটি মোবাইল কিনবেন বলে ভাবছেন আপনি শাওমি বা রিয়াল্অমির কোন মডেল লিখে ফেসবুকে সার্চ দিলেন অথবা মেসেঞ্জারে আপনার কোন বন্ধুর কাছে জানতে চাইলেন কোন মোবাইলটি কিনলে ভালো হয় । আপনার বন্ধু হয়তো ততক্ষনে মেসেজ টি সিনও করেনি । অথচ কিছুক্ষণ পরেই আপনার ফেসবুকের টাইমলাইনে দেখবেন বিভিন্ন ধরনের মোবাইলের বিজ্ঞাপন হাজির । ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট জেনে গেছে আপনি একটি মোবাইল কিনতে চাচ্ছেন । 

আপনি জানতেও পারলেন না ফ্রি সার্ভিস দেওয়া এই গুগল ফেসবুক অথবা মেসেঞ্জার কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো কিভাবে আপনাকে তাদের পণ্য বানিয়ে ফেলেছে । সোশ্যাল মিডিয়া গুলোর কাছে আপনি আমি একটা পন্য ছাড়া আর কিছুই নই। আপনার  নাম বয়স ওজন উচ্চতা ফোন নাম্বার ইমেইল এড্রেস কোথায় কাজ করেন হোমটাউন রিলেশনশিপ স্ট্যাটাস আপনার পরিবারের সদস্য কয়জন ধর্মীয় বিশ্বাস মতাদর্শ আপনি কি পছন্দ করেন আর আপনি কি পছন্দ করেন না । এইসব তথ্যগুলোই তাদের মূলধন ।

এসব তথ্যই ডাটা ব্রোকাররা বিভিন্ন এজেন্সির কাছে বিক্রি করে থাকে ।  এসব তথ্য পাওয়ার জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে হয় না তাদের । এসব তথ্য আমরা নিজেরাই তাদের দিচ্ছি । আমাদের নামে আলাদা একটি প্রফাইল ক্রিয়েট করে আমরা কোন ছবিতে লাইক দিচ্ছি কোন পোস্টে কমেন্ট করছি কোন পোস্টটি শেয়ার করছি কোন ধরনের স্ট্যাটাস আপডেট দিচ্ছি এইসব তথ্য মিলিয়ে আমাদের একটি অনলাইন ভার্সন তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো । 

আমরা বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট তাদের টার্মস এন্ড কন্ডিশন ভালোভাবে না পড়েই এগ্রি করে দেই কিংবা কুকিজ ব্যবহারের অনুমতি দিয়ে দেই অথচ আমরা হয়তো অনেকেই জানিনা কুকিজ এর কাজ কি । আর এরপর থেকেই আমাদের পার্সোনাল তথ্যগুলো চলে যায় তাদের কাছে আর সেই তথ্যগুলো আলাদা আলাদা ক্রেতার কাছে কতশত বার যে বিক্রি করা হয় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিময়ে তা আপনি ভাবতেই পারবেন না ।

2019 সালে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের  এক প্রতিবেদনে বলা হয়েছে যে  আমরা  প্রতিদিন ভড়ে  ২  ঘণ্টা ৩০মিনিট করে সোশ্যাল মিডিয়াতে একটিভ থাকি । অর্থাৎ বছরে 36.5 দিনের সমপরিমাণ সময় আমরা ফেইসবুক ব্যবহার করে নষ্ট করে থাকি । আর আপনি এই মুহূর্তে যে ভিডিওটি দেখেছেন ঠিক এই মূহুর্তে সমগ্র পৃথিবীর প্রায় ৩০ শতাংশ মানুষ ফেসবুক ব্রাউজিং এ ব্যস্ত এবং প্রতি 5 জনের মধ্যে 2 জন মাঝরাতে  নোটিফিকেশন চেক করে থাকে । আর আমাদের দেশে প্রতি ১৫  সেকেন্ডে একজন করে নতুন ফেসবুক যুক্ত হচ্ছে যা দেশের জন্মহারের থেকেও বেশি । তবে মনে রাখবেন এটা কিন্তু সবেমাত্র শুরু ।

কিছুদিন আগে ঢাকার এক অভিজাত এলাকায় সশস্ত্র বাহিনীর এক সদস্য টিকটকের ভিডিও বানাতে গিয়ে এক ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার সময় পা ফসকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় । এর কিছুদিন পর চীনের জনপ্রিয় টিকটকার  xiao qiumei ১৬০ ফুট উচু থেকে  ভিডিও করতে গিয়ে পরে গিয়ে মারা যায় । কিছুদিন আগেআমেরিকায় 12 বছরের এক কিশোর শ্বাস বন্ধ রেখে টিক টকের ব্ল্যাক আউট চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে গিয়ে মৃত্যু হয় । তবে এই মৃত্যুগুলো মধ্যে সবচেয়ে বড় যে মিল ফয়েছে সেটা হচ্ছে টিক টক।  

২০১৮ সালের আগস্টে চীনের সোশ্যাল মিডিয়া টিকটক আমেরিকা আর  মাত্র তিন বছরের ব্যবধানে 2021 সালে এর পজি্শন এমন  তৈরি হয়েছে যে প্রতি 10 জন টিনএজারদের মধ্যে 6 জন এখন টিকটক ব্যবহার করছে । টিকটকের মূল কোম্পানি byte dance তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য 2018 সালে 1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় করেছে । এবার ভাবুন এটা এটা কিন্তু মোটেই সাধারন কোন বিষয় না । 150 টিরও বেশি দেশে ৭৫ টি ভাষায় এই টিকটক এক বিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে । যা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম কে পরাজিত করে প্রথম অবস্থানে রয়েছে । টিকটক এখন এই জেনারেশন কাছে হ্যামিলনের বাঁশিওয়ালার মতই , যার সুরে বিমোহিত হয়ে সবাই এর পিছন পিছন ছুটছে । এর মধ্যে অনেক অল্প বয়সী কিশোরী ও রয়েছে যারা অল্প বয়সেই নিজেকে আবেদনময়ী করে তুলতে দ্বিধা বোধ করছে না । 

২০০৯ সালে Brain & Jame নিরাপদ মেসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ বানিয়েছিলেন যা 2014 সালে ফেসবুক তাদের কাছ থেকে কিনে নেয় ১৯ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে  । 2014 সালের নাসা রেনুয়াল বাজেটেও 19 বিলিয়ন মার্কিন ডলার ছিলনা । এবার আরেকবার ভেবে দেখুন তো হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো বিজ্ঞাপন নেই নেই কোনো তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা তাহলে কিভাবে তারা ইনকাম করছে ।

হ্যা আপনি আমি হচ্ছি তাদের প্রোডাক্ট । হোয়াটসঅ্যাপ হল ফেসবুকের সহযোগী অ্যাপস  আর সে হিসেবেই একজনহোয়াটসঅ্যাপ  ইউজারের পুরো  তথ্য পেয়ে যাচ্ছে ফেসবুক । ফোন নাম্বার কন্টাক্ট লিস্ট হোয়াটসঅ্যাপ থেকে চলে যাচ্ছে ফেসবুকের কাছে আর সেখান থেকে ফেসবুকের রোবট ফেসবুকের অ্যালগরিদম মিলে একটি টার্গেট অডিয়েন্স ও প্রটেনশিয়াল একটি কাস্টমারদের  লিস্ট তৈরি করেছে । 

একটা বিষয় খেয়াল করে দেখবেন আপনার ফোনে যদি নতুন কোন কন্টাক্ট নাম্বার সেভ করা হয় তাহলে ফেসবুকের নিউজ ফিডে দেখবেন তার আইডি শো করছে । এটা কিন্তু কাকতালীয় কোন বিষয় না পুরোটাই ডাটা পাইরেসির খেলা । আর এই ডিজিটাল খেলার দুনিয়া নেতৃত্ব দিচ্ছে ফেসবুক । বলা হয় যে পরিমাণ তথ্য তাদের কাছে আছে আর পৃথিবীর কোন কোম্পানির কাছে নেই । আর এই কারণেই বলা হয় আপনার সম্পর্কে গুগল-ফেসবুক যা জানে তা আপনি নিজেও জানেন না ।

সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করা খুবই সহজ । কিছু অল্প দামে কেনা ডাটা ডাটা এমবি বা ব্রডবান্ড কানেকশন হলেই আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। আর এই অ্যাপস গুলো আনলিমিটেড স্ক্রোলিং এর ডিজাইন করা হয়েছে ।  আপনি সারাদিন স্ক্রলিং করলেও এরা আপনাকে সহজে বের দেয়না। তারা আপনাকে আমাকে চুষে চুষে টাকার পাহাড় গড়ছে । সোশ্যাল মিডিয়া গুলোতে যত বেশি একটিভ থাকবেন ততই তাদের বেশি লাভ । 

তো বন্ধুরা , আপনাকে যা জানানোর আমরা জানিয়েছি। ফ্রি  সেবার মাধ্যমে ব্যক্তিগত তথ্য কতটা তুলে দেবেন তাদের হাতে  তার সিদ্ধান্ত আপনার উপরই ছেড়ে দেওয়া হল। 

তো আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না । সবাইকে সচেতন করতে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল । আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ফেসবুকে আমাদের ফলো করুন 

আর যাওয়ার আগে শুধু একটা কথাই বলব 

prevention is better than cure আল্লাহ হাফেজ 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url