তারাবির নামাজ কয় রাকাত? ৮ রাকাত না ২০ রাকাত ?
প্রশ্নঃ আসলে তারাবির নামাজ কি? আমরা কি এটাকে নামাজের সাথে তুলনা করব?
উত্তরঃ তারাবির নামায এক প্রকার নফল নামায। এতে কোন নির্দিষ্ট নামাযের উল্লেখ নেই, দুই রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 18 রাকাত, 20 রাকাত, 24 রাকাত, 30 রাকাত, যে যত পারে তত রাকাত নামায পরবে। তারাবির নামায মূলত রাতের নামায এবং রাতের নামাযের ব্যাপারে রাসুলুল্লাহ (সাঃ) এর নির্দেশে তা দুই রাকাত, দুই রাকাত করে আদায় করতে হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারাবির নামায রাকাত তা নির্ধারণ করেননি। কেউ ২০ রাকাত পড়লে পড়তে পারে, ৮ রাকাত পড়লে সেও পড়তে পারে।
প্রশ্ন: আমাদের কোনো কোনো মসজিদে তারাবির নামাজ ২০ রাকাত এবং কোনো কোনো মসজিদে ৮ রাকাত পড়া হয়। আমার প্রশ্ন হল, যারা ৮ রাকাত নামায পড়েন তারা বলেছেন যে, রাসুলুল্লাহ (সাঃ) কখনো ২০ রাকাত তারাবির নামায পড়েননি। আমি জানতে চাই কোন তারাবির নামায সঠিক, ২০ রাকাত না ৮ রাকাত?
উত্তর: আপনি তারাবির নামাজ ২০ রাকাতও পড়তে পারেন। এটি উলামায়েকেরামের বক্তব্য এবং এ ব্যাপারে সমর্থন রয়েছে এবং এর পক্ষে দলীলও রয়েছে। ৮ রাকাতও পড়তে পারেন। তারাবির নামায ৮ রাকাত সম্পর্কে উলামায়েকেরামের ইসতিহাদ আছে ।
আপনি বলেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তারাবীহ নামায ২০ রাকাত বলেননি। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত হয়নি। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়তেন।