রোজা ভাঙার কারণ কি কি
পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরয। তাই রোজা রাখার পর সতর্ক থাকতে হবে যেন এমন কোনো কাজ না হয় যাতে রোজা ভেঙ্গে যায়। প্রথমতঃ তিনটি কারণে রোজা ভেঙ্গে যায়। এগুলো হলো- খাওয়া, পান করা ও স্ত্রী-সহবাস করা।
তবে এগুলো ছাড়াও কোনো কারণে রোজা ভেঙ্গে যায়। প্রত্যেক রোজাদারের জন্য এগুলো জানা জরুরী। সংক্ষেপে, কারণগুলি নিচে তুলে ধরা হলো:
এক. ভুলে কোন কিছু খেয়ে ফেলা বা পান করার পর রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছাকৃতভাবে আবার কোন কিছু খাওয়া বা পান করা। (ফাতওয়া শামি, খণ্ড : ০৩, পৃষ্ঠা : ৩৭৫)
দুই. বিড়ি-সিগারেট বা হুক্কা ধূমপান করা। (জাওয়াহিরুল ফিকহ, খণ্ড: ০১, পৃষ্ঠা: ৩৬)
তিন. কাঁচা চাল, ময়দার খামির বা প্রচুর লবণ একসঙ্গে খেয়ে খেললে। (ফতওয়া আল-হিন্দিয়া, খণ্ড: 01, পৃষ্ঠা: 199)
চার. এমন কিছু খাওয়া যা সাধারণত খাওয়া হয় না। যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি।
পাঁচ.পাথর, কাদামাটি, নুড়ি, তুলার সুতা, আগাছা, খড় এবং কাগজ ইত্যাদি গিলে ফেললে। (ফাতাওয়া আল-হিন্দিয়া, ভলিউম: 01, পৃষ্ঠা: 203)
ছয়. নিজের থুথু নিজেই হাতে নিয়ে গিলে নিলে। (ফাতাওয়া আল-হিন্দিয়া, ভলিউম: 01, পৃষ্ঠা: 202)
সাত. ভুলে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে — স্ত্রীর সঙ্গে আবার সহবাস করলে। (ফাতওয়া শামি, খণ্ড : ০৩, পৃষ্ঠা : ৩৭৫)
আট. কানের বা নাকের ভিতর তরল ওষুধ দেওয়া। (ইমদাদুল ফাতাওয়া, খন্ডঃ ০২, পৃষ্ঠাঃ ১২৮)
না। দাঁত দিয়ে রক্ত বের হলে আর তা লালার চেয়ে বেশি হয়ে গলার ভিতরে যায়। (ফাতাওয়া শামী, খণ্ড: 03, পৃষ্ঠা: 36)
দশ. পানী মুখে নিয়ে ঘুমিয়ে পড়া এবং এই অবস্থায় সুবেহ সাদিকের পর ঘুম থেকে উঠলে। (ইমদাদুল ফাতাওয়া, খণ্ড: ০২, পৃষ্ঠা: ১৬২)
এগারো। হস্তমৈথুন করলে রোজা ভেঙ্গে যায় (ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ, খণ্ড: ০৮, পৃষ্ঠা: ৪১৭)
বারো। রোজা মনে রেখে কুলি বা নাকে পানি দেওয়ার সময় যদি গলার ভিতরে পানি চলে যায়। (আহসানুল ফাতাওয়া, খণ্ড: 04, পৃষ্ঠা: 429)
তেরো। কাউকে জোর করে খাওয়া-দাওয়া করান। (ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড: 01, পৃষ্ঠা: 202)
চৌদ্দ। এখনো সময় বাকি আছে মনে করে সুবহে সাদিকের পর সাহরি খেলে। (জাওয়াহিরুল ফিকাহ, খণ্ড : ০১, পৃষ্ঠা : ৩৭৮)
পনের. ইচ্ছাকৃতভাবে বমি করা বা বমির পর গিলে ফেলা। (ফাতহুল কাদির, খণ্ড: ০২, পৃষ্ঠা: ৩৩৭)
ষোল. সূর্য ডুবে গেছে ভেবে ভুলে দিনে ইফতার করলে রোজা ভেঙ্গে যায়। (বুখারি, হাদিস: 1959)
সতের. যদি কোন পুরুষ তার স্ত্রীর সাথে রাত মনে করে সহবাস করে, আর যখন সে সুবেহ সাদিক সম্পর্কে জানতে পেরে সাথে সাথে সহবাস থেকে বিরত থাকে তাহলেও তার রোজা ভেঙ্গে যাবে। (ফতওয়া শামী, খণ্ড: 03, পৃষ্ঠা: 364)
আঠার. কোন বৃষ্টি বা বরফের টুকরো খাদ্যনালীতে প্রবেশ করলে রোজা ভেঙ্গে যায়। (ফাতাওয়া হিন্দিয়া, খণ্ড: 01, পৃষ্ঠা: 203)
We will contact you as needed to finish your request. A cheat sheet can help you decide the playing cards to keep and those to swap model spanking new|for brand new} playing cards. As 토토사이트 an instance, 9/6 version of this game cashes out 99.5%, whereas the 7/5 version cashes out ninety six.2%.