সূর্য উঠার কতক্ষণ পর ফজরের নামাজ পড়া যাবে?

 সূর্য উঠার কতক্ষণ পর ফজরের নামাজ পড়া যাবে?

যদি ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠতে দেরি হয় - আনুমানিক সূর্যোদয়ের 10/15 মিনিট পরে; আমি কি এমন সময়ে ফজরের নামাজ পড়তে পারি?

এমন প্রশ্নের উত্তর হলো- সূর্যোদয়ের সময়, অর্থাৎ যতক্ষণ না এর হলুদ রং ভালোভাবে চলে যায় এবং আলো ভালোভাবে ছড়িয়ে পড়ে; এ সময় নামাজ পড়া হারাম। এটি প্রায় 15-20 মিনিট প্রয়োজন। তাই এ সময় কোনো নামাজ পড়া যাবে না। এ সময় পার হলে ফজরের নামাযের কাযা হিসেবে পড়ে নিবেন। কারণ হাদিসে বর্ণিত হয়েছে, উকবা বিন আমের জুহানী (রহ.) বলেন- ‘তিন ওয়াক্তে রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতকে দাফন করতে নিষেধ করতেন। সূর্যোদয়কালে; যতক্ষণ না এটি সম্পূর্ণ উঁচু হয়ে যায়। সূর্য আকাশের মাঝখানে থাকা অবস্থায় থেকে পশ্চিমে ঢলে যাওয়া পর্যন্ত। যখন সূর্য অস্ত যায়। (সহীহ মুসলিম, হাদিস : ১৩৬৩)


উল্লেখ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে নামায না পড়া কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন: অতএব দুর্ভোগ ঐসব নামাজি ব্যক্তির,যারা তাদের নামায সম্বন্ধে বে-খেয়ালী।’ (সুরা মাউন, আয়াত : ৪-৫)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) তাঁর এই আয়াতের তাফসীরে বলেছেন, ‘যারা নির্ধারিত সময় থেকে দেরী করে নামায আদায় করে।

ঘুম না ভাঙলে ফজরের নামাজ কিভাবে পড়ব ?

ঘুম থেকে উঠতে না পারার কারণে বা ভুলে যাওয়ার কারণে ফজরের নামাজ পড়া না হলে অতি শিঘ্র তা  কাজা করা ওয়াজিব। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকার কারণে নামায পড়তে পারে নাই, তার কাফ্ফারা হলো যখনই সে মনে করবে সালাত (তাৎক্ষণিক) আদায় করবে।' (মুসলিম, হাদিস : ৬৪)

তবে নির্দিষ্ট সময়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে নামায না পড়া একজন মুসলিমের জন্য কবিরা গুনাহ। আর প্রতিদিন এভাবে ভুল করে করলে আল্লাহ তা ক্ষমা করবেন না ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url