013 কি নম্বর বা কোন সিমের নাম্বার - (013 which operator in Bangladesh)
013 কি নম্বর বা কোন সিমের নাম্বার - (013 which operator in Bangladesh)
আজ আমি একটি সিম নম্বর নিয়ে কথা বলব যেটি অনেকেই গুগলে টাইপ করে সার্চ করেন যে 013 এই সিরিয়াল নম্বরটি আসলে কোন সিমের নাম্বার। আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।
013 কোন সিম নম্বর - 013 Which Operator in Bangladesh
013 অনেকেই কোন সিমের নাম্বার লিখে গুগলে সার্চ করেন। এটি সঠিক উত্তর: হলো 013 গ্রামীণফোনের নতুন একটি সিরিয়াল নাম্বার। একটি সূত্র জানায়, গ্রামীণফোন কোম্পানি 013 এই সিরিজে 1 কোটি সিম বিক্রি করবে।
গ্রামীণফোনে সিমের নম্বর দেখার কোড
গ্রামীণফোন সিম নম্বর দেখার কোড এই বিষয়টি গুগলে প্রচুর অনুসন্ধান করা হয়। আপনি যদি একজন গ্রামীণফোন গ্রাহক হন এবং গ্রামীণফোন সিম নম্বর দেখতে চান তাহলে আপনার মোবাইল ফোনে যান এবং *2# ডায়াল করুন। কিছুক্ষণ সময় নিয়ে ডায়াল করুন এবং আপনি আপনার মোবাইল ফোনে গ্রামীণফোন সিম নম্বরটি দেখতে পাবেন।
গ্রামীণফোনে সিমের টাকা দেখার কোড
আপনি যদি গ্রামীণফোন একজন গ্রাহক হন এবং আপনার গ্রামীণফোন সিমের টাকা
দেখার কোডের প্রয়োজন হয় তাহলে এই কোডটি *566# ব্যবহার করুন। এই কোডটি ডায়াল করার পর আপনি আপনার গ্রামীণফোন সিমের টাকা দেখতে পাবেন।
দেখার কোডের প্রয়োজন হয় তাহলে এই কোডটি *566# ব্যবহার করুন। এই কোডটি ডায়াল করার পর আপনি আপনার গ্রামীণফোন সিমের টাকা দেখতে পাবেন।
গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার - grameenphone customer care number
গ্রামীণফোন
কাস্টমার কেয়ার নাম্বার বা হেল্পলাইন নাম্বার হলো - প্রথমে 121 এ কল করে
রিসিভ হলে 6 চাপতে হবে । এপর 7 চাপতে হবে । এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর
গ্রামীণফোনের একজন কাস্টোমার কেয়ার প্রতিনিধি আপনার কলটি রিসিভ করবে ।
তারপর আপনার সমস্যাগুলো তার সাথে শেয়ার করতে পারেন ।
এই কলের ক্ষেত্রে প্রতি মিনিটে আপনার ব্যালেন্স থেকে 50 পয়সা করে চার্জ কাটবে ।
অথবা যেকোনো গ্রামীণফোন নাম্বার থেকে সরাসরি কল করতে পারেন - 01711594594 অথবা 01700100121 এই নাম্বারে
টোল ফ্রি - 121
ওয়েবসাইট - grameenphone.com
ইমেইল - insta.service@grameenphone.com
ফেইসবুক - facebookk.com/grameenphone
গ্রামীণফোনের যেকোনো বিষয়ে অভিযোগ জানাতে কল করুন - 158 এই নাম্বারে
01324924713
01324924713
01318335583
বন্ধ সিমের অফার চালু হচ্ছে না আমার