পদ্মা সেতুতে বাস ভাড়া কত ?

পদ্মা সেতুতে বাসের ভাড়া কত 

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৩টি রুটে বাস ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার ( জুন) বিআরটিএ পরিচালক (প্রকৌশল) শিতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত মাসে পদ্মা সেতুর টোল রেট নির্ধারণের পর এ পদক্ষেপ নেয় বিআরটিএ।

পদ্মা সেতু দিয়ে বাসের ভাড়া কত

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা থেকে ভাঙ্গা-মাদারীপুর-বরিশাল ভাড়া ৪১২ টাকা, ঢাকা থেকে রাজৈর-গোপালগঞ্জের ভাড়া ৫০৪ টাকা, ঢাকা থেকে গোপালগঞ্জ-খুলনা ভাড়া ৬৪৯ টাকা, ঢাকা থেকে জাজিরা-শরীয়তপুরের ভাড়া ২১৮ টাকা। ঢাকা থেকে বরিশাল - পিরোজপুরের ভাড়া ৫৩৪ টাকা।  

ঢাকা থেকে গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুরের ভাড়া ৬২৮ টাকা। ঢাকা থেকে বরিশাল-পটুয়াখালীর ভাড়া ৫০১ টাকা। ঢাকা ভাঙ্গা মাদারীপুরের ভাড়া ৩২৭ টাকা। ঢাকা থেকে গোপালগঞ্জ খুলনা সাতক্ষীরার ভাড়া ৬৩৩ টাকা। 

ঢাকা থেকে মাদারীপুর-বরিশাল-ভোলা-চর ফ্যাশনের ভাড়া ৬৫৩ টাকা । ঢাকা থেকে ভাঙ্গা ফরিদপুর ভাড়া ২৮৮ টাকা। ঢাকা থেকে মাদারীপুর বরিশাল পটুয়াখালী কুয়াকাটার ভাড়া ৬৯৪ টাকা। ঢাকা থেকে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু শরীয়তপুরের  ভাড়া ২১৯ টাকা হবে। 

এদিকে প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাসগুলোর ঢাকার স্টেশন ধরা হয়েছে সায়েদাবাদ । অর্থাৎ এখান থেকে ছেড়ে যাওয়া বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সরকার নতুন করে টোল আরোপ করলে বাসের ভাড়া আরও বাড়বে।

তবে নতুন ভাড়া অন্যান্য আন্তঃজেলা টার্মিনালের বাসের জন্য প্রযোজ্য হবে না, শুধুমাত্র ঢাকার সায়দাবাদ থেকে চলাচলকারী বাসের জন্য প্রযোজ্য হবে।

পদ্মা সেতু কবে চালু হবে 

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন এবং পরদিন দেশের দীর্ঘতম সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফলে ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ার পর নতুন ভাড়া প্রযোজ্য হবে।

অনেকেই পদ্মা সেতু  সম্পর্কে জানার জন্য গুগলে নিচের বাক্যগুলো লিখে সার্চ করে থাকেন।

বাক্যগুলো হলঃ পদ্মা সেতু টোল,পদ্মা সেতু বিশ্বের কততম সেতু,পদ্মা সেতু ছবি,পদ্মা সেতুর বাজেট ২০২২,পদ্মা সেতু উদ্বোধন,পদ্মা সেতু আপডেট,পদ্মা সেতু a to z,পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করবে,পদ্মা সেতু অনুচ্ছেদ,পদ্মা সেতুর খরচ কত,পদ্মা সেতুর দৈর্ঘ্য কত,পদ্মা সেতু টোল রেট,পদ্মা সেতু a to z pdf download,পদ্মা সেতু স্প্যান সংখ্যা,পদ্মা সেতু ছবি,পদ্মা সেতু বাঁকা কেন?,পদ্মা সেতু বিসিএস,স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে ১০টি বাক্য ইত্যাদি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url