বন্যার পানিতে সাপের উপদ্রব: করণীয় কি

বন্যার পানিতে সাপের উপদ্রব: করণীয় কি 

বন্যার পানি বেড়ে যাওয়ায় বনে জঙ্গলে আশ্রয় হারিয়ে সাপ মানুষের কাছাকাছি আসায় সাপের কামড়ের ঝুঁকি বাড়ছে।

শুধুমাত্র আমাদের সতর্কতাই এই ঝুঁকি কিছুটা কমাতে পারে।

বন‍্যায় সাপের উপদ্রব: করণীয় কি,সাপের কামড় থেকে বাচার উপায়,Ways to survive snake bites
বন্যার পানিতে সাপের উপদ্রব: করণীয় কি
সাপের কামড় দিলে বা দংশন করলে যাদুমন্ত্র, লাইফবয় সাবান, কার্বলিক এসিড, রসুন, সজনে ডাঁটা ইত্যাদিতে কোন কাজ হয় কি না তা অনেকটা অনিশ্চিত।

বিভিন্ন অপ্রমাণিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে যা মানুষকে বিপদের দিক্কে নিয়ে যেতে পারে

তাই কোন বিপদ আসার আগেই নিচের বিষয়গুলো জানা থাকলে আশাকরি উপকৃত হবেন।

সাপের কামড় থেকে বাচার উপায়

* সন্ধ্যা, রাতে বা সকালে চলাচলের সময় আলো ব্যবহার করা উচিত।

* রাতে মশারি ব্যবহার করে উঁচু বিছানায় ঘুমানো খুবই জরুরি।

* অসাবধানতাবশত কাঠের স্তূপ, মাটির চুলা, গর্ত বা ঝোপ স্পর্শ করা মোটেও ঠিক হবে না।

* আবাসস্থল ইঁদুর, ব্যাঙ ও পোকামাকড় মুক্ত রাখার চেষ্টা করুন। বাড়ির পিছনের দিকের উঠোন এবং আশেপাশের ঝোপগুলি সাবধানে পরিষ্কার করা উচিত।

কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। এমনকি বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অধীন প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকের পরামর্শে অ্যান্টিভেনম ইনজেকশন দেওয়ার ব্যবস্থা রয়েছে, তাই অবৈজ্ঞানিক চিকিৎসায় ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুকির মধ্যে না যাওয়াই ভাল।

সবার জন্য শুভ কামনা রইলো। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভাল রাখে ও হেফাযতে রাখে । আমীন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url