পদ্মা সেতুর নির্মান ব্যয় বেশী কেন
পদ্মা সেতুর নির্মান ব্যয় এত বেশী কেন
বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু। আর এই সেতু সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হয়েছে।এদিকে দক্ষিণ এশিয়ার দীর্ঘ তম সেতু ভূপেন হাজারিকা । এটা ভারতে অবস্থিত। যা লম্বায় 9.15 কিলোমিটার। অন্যদিকে আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য 6 দশমিক 15 কিলোমিটার । ভূপেন হাজারিকার তুলনায় পদ্মা সেতু ছোট হলেও এর নির্মাণ ব্যয় অনেক বেশি । ভারতে থাকা এই সেতুটির নির্মাণ ব্যয় 950 কোটি রুপি। অন্যদিকে পদ্মা সেতু বানাতে খরচ হয়েছে প্রায় 30 হাজার 193 কোটি টাকা । এখানে স্বাভাবিক ভাবেই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে দৈর্ঘ্য ছোট হলেও পদ্মা সেতুর ব্যয় এত বেশি কেন।
পদ্মা সেতু কত কিলোমিটারঃ পদ্মা সেতু ৬.১৫ কিলোমিটার
ভূপেন হাজারিকা সেতুর চেয়ে পদ্মা সেতুর ব্যয় অনেক বেশি এর কারণ হলো পদ্মা সেতুর অনন্য বৈশিষ্ট্য। বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার এই সেতু বিশ্বের অনেক স্থাপনা কে হার মানাবে । পদ্মা সেতু এই ভূপেন হাজারিকা সেতুর চেয়ে দৈর্ঘ্যের ছোট হলেও প্রশ্ন কিন্তু অনেক বেশি। ভূপেন হাজারিকা সেতুর প্রস্থ 12 দশমিক 9 মিটার বা 42 ফুট । এদিকে পদ্মা সেতুর প্রস্থ হলো 18.9 মিটার বা 59 দশমিক চার ফুট। অর্থাৎ পদ্মাসেতু ভূপেন হাজারিকা সেতুর চেয়ে উপস্থিত প্রায় দেড় গুণ বড়।
পদ্মা সেতুর প্রস্থ কতঃ পদ্মা সেতুর প্রস্থ ১৮.৯ মিটার বা ৫৯.৪ ফুট
ভূপেন হাজারিকা সেতুর পাইল লোড নেয়ার ক্ষমতা মাত্র 60 টন। সেখানে পদ্মা সেতুর পাইল লোড 8210 টন । পাইলিং গভীরতা 383 ফুট
জার্মানির থেকে ভাসিয়ানা দৈত্যাকার হাইড্রোলিক হ্যামার
বা হাতুড়ি দিয়ে গাঁথা হয়েছে 120 মিটার গভীরতার একেকটি পাইল । ভারতের ঐ সেতুর এক একটি পিলার 120 টনের আর পদ্মা সেতুর এক একটি পিলার 50 হাজার টনের ।। সে হিসেবে ভারতে ঐ সেতুটির চেয়ে পদ্মা সেতু 133 গুণ বেশি শক্তিশালী ।
বিশ্বের আর কোন সেতু তৈরিতে পদ্মানদীর মতো এত গভীরে গিয়ে নদীর তলদেশে পাইল গাততে হয়নি । বসাতে হয়নি এতো বড় বড় পিলার । আর পুরো বিশ্বের মধ্যে পদ্মার মত এত বড় স্রোতস্বিনী নদীর ওপর সেতু হয়েছে মাত্র একটি। অনন্য বৈশিষ্ট্যের জন্য এটি বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী সেতুর রূপ নিয়েছে।। মাওয়া পয়েন্টে প্রতি ২০ সেকেন্ডে যে পরিমান পানি প্রবাহিত হয় সে পানি রাজধানীতে ব্যবহৃত সারাদিনের পানি সমান । পদ্মায় প্রতি সেকেন্ডে 1 লাখ 40 হাজার ঘনমিটার পানি প্রবাহিত হয় ।
ন।দীর তলদেশের মাটি সাধারণত একদমই নরম,বালির স্তরের মতোই।। এখানে যাই প্রবেশ করানো হয় না কেন তা অতি গভীরে চলে যায় । এদিকে ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপর তৈরি হয়েছে ভূপেন হাজারিকা সেতু । এই নদীর তলদেশে ব্রেথরক পাওয়া যায় পদ্মা সেতু থেকে অল্প সময়েই। কিন্তু পদ্মা সেতুর ব্রেথরক অনেক গভীরে ।। পদ্মা নদীর তলদেশ থেকে পানি পৃষ্ঠের উচ্চতা 13 তলা বিল্ডিং এর সমান ।। দ্বিতল বৈশিষ্ট্যের পদ্মা সেতুর ওপর দিয়ে চলবে যানবাহন চলবে ট্রেন । যা বিশ্বে হাতেগোনা কয়েকটি সেতুতেই দেখা যায়।
পদ্মা নদীর ১০ কিলোমিটার নিচে রয়েছে পাথরের স্তর । কিন্তু ভূপেন হাজারিকা সেতু ক্ষেত্রে এমনটা হয়নি। এমনকি বিশ্বের অন্যান্য যেসব নদী আছে সেগুলোর কোনটির পাথর এত নিচে নয় । এ কারণে 400 ফুট গভীরে পাইল নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুতে । ভূপেন হাজারিকা সেতু তৈরির সময় নদীর এত তলদেশে যেতে হয়নি । পদ্মা সেতুর পাইল নদীর তলদেশে নিতে যে আমার ব্যবহার করা হয়েছে সেটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাতুড়ি বা হাম্বার ।
ভারতের ভূপেন হাজারিকা সেতু শুধু নয় বরং পৃথিবীর আর কোথাও আর কোন সেতুতে এমন শক্তিশালী হামার ব্যবহৃত হয়নি । এটি জার্মানি থেকে বিশেষ ব্যবস্থায় তৈরি করে নিয়ে আসা হয়েছে যা শুধু এই সেতুর জন্যই তৈরি করে নিয়ে আসা হয়েছে।পদ্মা সেতুর মতো বড় এবং লম্বা পাইল আর কোন সেতুতে ব্যবহার হতে দেখা যায়নি।এর পাইল এত গভীরে যাচ্ছে যে ভেতরে একটি 40 তলা ভবনের সমান হবে।
ভূপেন হাজারিকা সেতুর নদী শাসনে কোন খরচই হয়নি । পদ্মা সেতুতে 16 কিলোমিটার জুড়ে নদী শাসন করতে হয়েছে
পদ্মা সেতু প্রকল্পের ওয়েবসাইট থেকে জানা গেছে পদ্মা সেতুতে মোট কত টাকা খরচ হয়েছে
- মূল কাঠামো ১২১৩৩ কোটি
- সড়ক ও টোল ১৯০৭ কটি
- নদী শাসন 9 হাজার 400 কোটি
- পুনর্বাসন 1515 কটি
- ভূমি অধিগ্রহণ 2৬98 কোটি
- পরিবেশ 129 কোটি
- পরামর্শ 678 কোটি
- অন্য অন্য 1731 কোটি টাকা
পদ্মা সেতুর মোট খরচ 30 হাজার 193 কোটি টাকা
ভূপেন হাজারিকা সেতু বানাতে যে খরচ হয়েছে তার চেয়ে ৮ গুণ বেশি খরচ হয়েছে পদ্মা সেতু নির্মান।
পদ্মা সেতু নিয়ে অনেকেই অনেক ট্রল কর। পদ্মা আমাদের স্বপ্ন ও আমাদের সাধনার নাম । এ অঞ্চলের মানুষ ছাড়া দেশের অন্য কেঊ হয়তো কল্পনাও করতে পারবে না। সবকিছু মিলিয়ে একুশ শতকের ইঞ্জিনিয়ারিং এর একটা বিশাল চ্যালেঞ্জ হল এই পদ্মা সেতুর বস্তবে রুপ দেয়া । এই সেতু যদি নির্মানের ফলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার যে আরো কত উন্নতি হবে তা আমরা চিন্তাও করতে পারছি ন। এছাড়াও বাইরের দেশগুলোর সাথে অর্থনৈতিক যোগাযোগ আরো সমৃদ্ধ হব।
পদ্মা সেতু সম্পর্কে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হলো
পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটারঃ
পদ্মা সেতু ৬.১৫ কিলোমিটার
পদ্মা সেতুর নাম কিঃ
পদ্মা বহুমুখী সেতু
পদ্মা সেতু কোন নদীর উপর অবস্থিত
পদ্মা সেতু পদ্মা নদীর উপর অবস্থিত
পদ্মা সেতুর প্রস্থ কত কিলোমিটারঃ
পদ্মা সেতু কোথায় অবস্থিত
পদ্মা সেতুর মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর অবস্থিত
পদ্মা সেতুর নকশা করেন কে
এইসিওম
পদ্মা দিয়ে বানানো হয়েছে বা নির্মান করা হয়েছে
কংক্রিট ও স্টিল
পদ্মা সেতু কে নির্মান করেন বা পদ্মা সেতু কোন প্রতিষ্ঠান নির্মান করেন
চায়না মেজর ব্রিজ ইঞ্জিন্যারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শুরু হয়
2014 সালের নভেম্বর মাসে
পদ্মা সেতু নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে
30 হাজার 193 কোটি টাকা
পদ্মা সেতু কবে চালু করা হয়
২৫ জুন ২০২২ সালে পদ্মা সেতু চালু করা হয়
পদ্মা সেতু কে উদ্বোধন করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয়
পদ্মাসেতুর ওয়েবসাইটঃ www.padmabride.gov.bd
পদ্মা সেতু কে রক্ষণাবেক্ষণ করেন
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ