সিলেটে বারবার কেন বন্যা হয়


সিলেটের বন্যার বর্তমান অবস্থা

বিদ্যুৎ নেই বিশুদ্ধ খাবার পানি নেই মোবাইলে নেটওয়ার্ক নেই । হ্যাঁ এটাই সুনামগঞ্জের বর্তমান অবস্থা .সুনামগঞ্জের আর্তনাদ কি শুনতে পাচ্ছ বাংলাদেশ। ভালো নেই 360 আউলিয়ার পূণ্যভূমি সিলেট। ইতিমধ্যেই পানি উঠে গিয়েছে হযরত শাহাজালাল রহমাতুল্লাহ আলাইহির মাঝারে। পানিতে তলিয়ে গেছে সিলেট বিমানবন্দর। গত 40 বছর ধরে দেশের রুগ্ন অর্থনীতিকে একটা ভাল পর্যায়ে নিয়ে আসা সিলেট আজ নিজেই বন্যায় ক্ষতবিক্ষত।


যে সিলেট বারবার দেশকে বিশ্বের কাছে তুলে ধরেছে আজ সেই সিলেটের এই করুণ দশায় কেমন যেম নিরব ভমিকা পালন করছে দেশের সব গণমাধ্যম। আর পিছন থেকে দাঁড়িয়ে যোগান দিচ্ছে  ভারতের মেঘালয় পাহাড় । মাত্র 24 ঘন্টায় 972 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এখানে যা গত 122 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত । আর তাতেই সিলেট বিভাগের 80 শতাংশ এলাকা পানিতে ডুবে গেছে। আর পরিস্থিতি সবচেয়ে খারাপ সুনামগঞ্জের । জেলাটির প্রায় 90 শতাংশ এলাকা এখন পানির নিচে.

মৌসুমী বায়ু হঠাৎ করেই যেন তার তীব্র শক্তি নিয়ে হিমালয়ের উঁচু পাহাড় গুলোতে আছড়ে পড়ছে । ফলে বৃষ্টি আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে । ভারতের আবহাওয়া বিভাগ বলছে আগামী দুই থেকে তিন দিন ভারী বৃষ্টি চলতে পারে । এদিকে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষজ্ঞরা বলছেন ভারতের মেঘালয় ও আসাম বৃষ্টি হলে বাংলাদেশে উজান থেকে পানি আসা বন্ধ হবে না । আবার বাংলাদেশ ও ভারতের দেওয়া আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারী বর্ষণ কমার সম্ভাবনা নেই ।


ফলে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতির আশা নেই বললেই চলে। মানুষের  চিৎকার আর বুক ফাটা আর্তনাদে ভারি হয়ে উঠেছে সিলেটের আকাশ বাতাস । সিলেট বিভাগের বন্যা আগের সকল বন্যার  রেকর্ড ভেঙ্গে ফেলেছে । উজান থেকে আসা পাহাড়ি ঢলে এই বিভাগের বেশিরভাগ এলাকাযি  এখন পানির নিচে গুবে আছে। সুনামগঞ্জ মূলত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে । সেখানে কোন বিদ্যুৎ নেই মোবাইল ফোনে নেটওয়ার্ক নেই  নেই কোন বিশুদ্ধ পানি।


সিলেট বিভাগের.অন্যন্য জেলা শহরের কিছু উঁচু স্থান, পাহাড়ি এলাকা এবং ভবন ছাড়া সবখানেই এখন পানিতে থই থই করছে। টিনের চালের  ঘর ও একতলা ভবনের ছাদ পর্যন্ত এখন পানিতে ডুবে আছে।   মানুষ ও চরম দূর্ভোগে পড়েছে । সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন সুনামগঞ্জের মানুষগুলো এই বন্যার রেস কাটতে না কাটতেই পড়বেন চরম খাদ্য সংকটের। কারণ ঘরে সংরক্ষিত সব চাল ডাল ও অন্যান্য শস্য এখন পানির নিচে ডুবে রয়েছে। 


সর্বশেষ 98 এর বন্যা টা ছিল বর্তমান বন্যার কাছাকাছি ক্ষয়ক্ষতি সম্পন্ন ।এরপর .২০১৯ সালেও সুনামগঞ্জ ও  সিলেট শহর বন্যাকবলিত হয়েছিল । তবে তখন বন্যার পানি ছিল মাত্র দুই থেকে তিন দিন । তবে সমগ্র সিলেট বিভাগের বেশিরভাগ এলাকা প্লাবিত হওয়ার মত এত ভয়াবহ বন্যা এর আগে কখনো দেখেনি সিলেটবাসী। দেশের একটি বিভাগের প্রায় 80% এলাকা ডুবে যাওয়ার মত এমন বন্যা এর আগে কখনো বাংলাদেশের হয় নি। 


সিলেটে এর আগে যতগুলো বন্যা হয়েছে তা মূলত.হাওড় এলাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার গ্রাম শহর সহ সব এলাকাযই পানির নিচে চলে গেছে ।


-


সিলেটে বন্যা হয় কেন

এই ভয়াবহ আগ্রাসী বন্যার পেছনে আসলে কারণ টাকি কি । সিলেট বিভাগের সুরমা-কুশিয়ারা গোআইনসহ বেশিরভাগ নদ-নদীতে পলি মাটি জমে অনেক এলাকাই ভরাট হয়ে গেছে । এতে বৃষ্টির পানির ঢল খুবই দ্রুত বস্তি ও শহর এলাকায় ছড়িয়ে পড়ছে । হাওর এলাকায় অবকাঠামোসহ নানা কারণে পানি নামতে বাধ্যগ্রস্ত হচ্ছে । হাওরে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করা হয়েছে যার কারনে নদীগুলো নাব্যতা হারিয়েছে । এতে পানির দ্রুত নামতে পারছে না। এছাড়া সুনামগঞ্জ ও সিলেটের পানি বের হয়ে যাওয়ার পথও অনেক কমে গেছে।


আর পানি যে জমা থাকবে সে জায়গা গুলোও দিন দিন কমে যাচ্ছে। হাওরের পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে । পাহাড়-টিলা গুলো কিন্তু পানি শোষণ করে থাকে।  অথচ নির্বিচারে কাটা হচ্ছে সিলেটের এই পাহাড় টিলা গুলো। পুকুর ভরাট করে বাড়িঘর বস্ত ভিটা ডোকান পাট বানানো হচ্ছে । এসব যাচ্ছেতাই কর্মের ফল ভোগ করছে লক্ষ লক্ষ মানুষ।


যাই হোক সিলেটের মানুষগুলোর এই দুর্দিনে যে যার সামর্থ্য অনুযায়ী আসুন আর মহান আল্লাহর কাছে সবাই দোয়া করেন আল্লাহ যেন দ্রুত আমাদের এই বিপদ থী পরিত্রান করে দেন । আমীন 

 

অনেকেই সিলেটের ব্ন্যার পরিস্থিতি জানার জন্য নিচের বাক্যগুলো লিখে গুগলে সার্চ করে থাকে।

 

সিলেটে বন্যার কারণ,সিলেটের বন্যা নিয়ে প্রতিবেদন,সিলেটে বন্যা হওয়ার কারণ,সিলেটের বন্যা পরিস্থিতির ছবি,সিলেটের বন্যা পরিস্থিতি ২০২২,সিলেটের বন্যা পরিস্থিতি ভিডিও,সিলেটে বন্যার খবর,সিলেটের বন্যা পরিস্থিতি আজকের,


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url