ব্রাজিল কেন সেরা । বিশ্বের সেরা ফুটবল দল কোনটি
ফুটবল ইতিহাসে ব্রাজিলের মতো এতটা সফল দেশ আর দ্বিতীয়টি নেই বললেই চলে। এ পর্যন্ত পাঁচটি ফুটবল বিশ্বকাপ ৯ টি কোপা আমেরিকা আর চারটি কনফেডারেশন কাপ জিতেছে ব্রাজিল। ফিফা বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলই একমাত্র দল হিসেবে সবগুলো আসরে অংশগ্রহণ করেছে। ফুটবলের সৌন্দর্য আর নান্দনিকতায় ব্রাজিলের তুলনা শুধুই ব্রাজিল।
ব্রাজিলের সর্বপ্রথম আন্তর্জাতিক খেলায় আবির্ভাব হয় ১৯১৪ সালে। এরপর ১৯১৯ সালে প্রথমবারের মতো উরুগুয়েকে হারিয়ে।কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। তখন কোপা আমেরিকা অবশ্য পরিচিত ছিল সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ নামে । এর তিন বছর পর ১৯২২ সালে আবারো প্যারাগুয়েকে ফাইনালে ৩ - ০ গোলে হারিয়ে ব্রাজিল কোপা আমেরিকার ট্রফি জিতে নেন। এরপর দীর্ঘ ২৭ বছর ব্রাজিল কোন শিরোপা জিততে পারেনি।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়। ব্রাজিল প্রথম বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে যান। এরপর ১৯৩৪ সালের বিশ্বকাপে আবারো স্পেনের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন ব্রাজিল। এরপরের বিশ্বকাপে অর্থাৎ1১৯৩৮ সালের বিশ্বকাপে একমাত্র ব্রাজিলই দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে থেকে অংশ নিয়েছিল। আপনি শুনলে অবাক হবেন সেই বছর বিশ্বকাপে উরুগুয়ে-আর্জেন্টিনা এর মত বড় বড় দলগুলো বিশ্বকাপে অংশ নিতে পারেনি। ওই বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল ব্রাজিল।
এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ সালে ও ১৯৪৬ সালে বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হয়নি। যুদ্ধ শেষ হলে ১৯৪৯ সালে দীর্ঘ ২৭ বছর পর নিজেদের দেশের মাটিতে ব্রাজিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়। ১৯৫৮ বিশ্বকাপে ব্রাজিলে হ্যালির ধূমকেতুর মতো আবির্ভাব হয় ১৬ বছর বয়সী পেলের। যার ফলে ব্রাজিলসহ পুরো বিশ্বকাপ ফুটবলে নতুন এক মাত্রা যোগ হয়। এই বিশ্বকাপে ফাইনালে ৫-২ গোলের ব্যবধানে সুইডেনকে হারিয়ে প্রথম বারের মত বিশ্বকাপের শিরোপা জেতেন ব্রাজিল। ওই বছর ফুটবলপ্রেমীরা দেখেছিল ফুটবল ইতিহাসে রোমাঞ্চকর কিছু ম্যাচ।
ওই বিশ্বকাপে ফাইনালে দুইটি গোলসহ মোট ছয়টা গোল করায় সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন পেলে। এরপর থেকেই বিশ্ব ফুটবল ইতিহাসে ব্রাজিলের দৌরাত্ম্য ধীরে ধীরে বাড়তে থাকে। ১৯৬২ বিশ্বকাপে শুরুতেই ব্রাজিল বড় ধাক্কা খায়। উরুর পেশি ছিড়ে যাওয়ায় সেবার বিশ্বকাপ খেলতে পারেনি পেলে । অনেকেই ধারণা করেছিল দলে পেলের উপস্থিত না থাকার এই ক্ষতি হয়তো কাটিয়ে উঠতে পারবে না ব্রাজিল
কিন্তু তখনকার ব্রাজিলের অধিনায়ক গারিঞ্চা সকলের এই ধারণাকে ভুল প্রমাণ করে চিলি এবং ইংল্যান্ডের বিপক্ষে একাই দুটি করে গোল করে ব্রাজিলকে নিয়ে যান ফাইনালে। ফাইনালের চেকোস্লোভাকিয়া কে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতার স্বাদ নেন ব্রাজিল।
১৯৭০ এর বিশ্বকাপেও সবাই ধরে নিয়েছিল পেলে হয়তো এবারও খেলতে পারবে না। কিন্তু পেলে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার লক্ষে খেলায় যোগ দেন। সেবার ব্রাজিলের হয়ে কার্লস আলভার্দো, জার্জিনহো গেটস এবং টোস্টার মত কিংবদন্তি খেলোয়াড়রা খেলেছিল। ওই বিশ্বকাপে ব্রাজিল এতটাই ভালো খেলেছিল যে অনেকেই দাবি করেন এটাই ফুটবল বিশ্বকাপের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দল ছিল। সেই বার ফাইনালে 4-1 গোলে ইতালিকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে তোলেন ব্রাজিল।
এর কিছুদিন পরেই পেলে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। যার ফলে ফুটবলে ব্রাজিলের কিছুটা ছন্দ পতন হয় । এরপর ব্রাজিল টানা 24 বছর কোন বিশ্বকাপ জিততে পারেনি। এরপর ১৯৯৪ এর বিশ্বকাপে ইতালির সাথে জিতে ৪র্থ বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তোলেন ব্রাজিল। ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিল ফ্রান্স এর কাছে তিন শূন্য গোলে হেরে রানারআপ হয়।
২০০২ বিশ্বকাপে অনেক কষ্টে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। এই বিশ্বকাপে ব্রাজিলকে তুলনামূলক দুর্বল দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। কিন্তু একে-একে তুরস্ক, চীন, কোস্টারিকা, বেলজিয়াম, ইংল্যান্ড এবং সেমি-ফাইনালে পুনরায় তুরস্ককে হারিয়ে ব্রাজিল ফাইনালে পৌঁছে যায় । ফাইনালে রোনালদোর জোড়া গোলে জার্মানিকে পরাজিত করে পঞ্চমবারের মত বিশ্বকাপ শিরোপো নিজেদের করে নেয় ব্রাজিল। তারপর পর থেকে রোনালদো রিভালদো রোনালদিনহোদের আর নেইমার জুনিয়র দের কাঁধে ভর করে এগিয়ে যেতে থাকে ব্রাজিল।
২০০২ সালের পর থেকে ব্রাজিল এখন পর্যন্ত কোন বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি কিন্তু তাতে কি হয়েছে ব্রাজিলের ফুটবল খেলার স্বাভাবিক ছন্দ ঠিক আগের মতোই রয়ে গেছে একটুও কমেনি। ফুটবলের প্রতিটি আসরেই তারা স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করে।
এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়েছে ২২ বার যার প্রতি আসরেই ব্রাজিল ভালোভাবেই বিশ্বকাপে কোয়ালিফাই হয়েছেন। এরই ধারাবাহিকতায় কোচ তীতেরর নির্দেশনায় 2022 বিশ্বকাপ ফুটবলে লড়ে যাচ্ছে ব্রাজিল। দেখা যাক বিশ্বকাপের শিরোপা ব্রাজিল কি স্পর্শ করতে পারি কিনা। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি ৩১ শে মার্চ ২০২২ পর্যন্ত ফিফা বিশ্ব রেংকিংয়ে ১ নাম্বারে রয়েছেন বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা দল ব্রাজিল।
২০০২ সালের পর থেকে ব্রাজিল এখন পর্যন্ত কোন বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি কিন্তু তাতে কি হয়েছে ব্রাজিলের ফুটবল খেলার স্বাভাবিক ছন্দ ঠিক আগের মতোই রয়ে গেছে একটুও কমেনি। ফুটবলের প্রতিটি আসরেই তারা স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করে।
এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়েছে ২২ বার যার প্রতি আসরেই ব্রাজিল ভালোভাবেই বিশ্বকাপে কোয়ালিফাই হয়েছেন। এরই ধারাবাহিকতায় কোচ তীতেরর নির্দেশনায় 2022 বিশ্বকাপ ফুটবলে লড়ে যাচ্ছে ব্রাজিল। দেখা যাক বিশ্বকাপের শিরোপা ব্রাজিল কি স্পর্শ করতে পারি কিনা। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা জানিয়ে রাখি ৩১ শে মার্চ ২০২২ পর্যন্ত ফিফা বিশ্ব রেংকিংয়ে ১ নাম্বারে রয়েছেন বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা দল ব্রাজিল।