শিক্ষনীয় গল্প । Educational Story
একদিন এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ আর্থিক সংকটে পড়ে গেল। এতটাই অভাবে পড়ে গেল যে দিনে দু বেলা খাবারই জুটত না। স্বর্ণকারের বিধবা স্ত্রী তখন কোন উপায় না পেয়ে তার অনেক শখের হিরের আংটিটি তার ছেলের হাতে দিয়ে বললেন এটা নিয়ে তোমার কাকার দোকানে যাও। তাকে বলবা সে যেন এটা বিক্রি করে আমাদের কিছু টাকার ব্যবস্থা করে দেয়। ছেলেটি তখন সেই আংটিটি নিয়ে কাকার দোকানে নিয়ে গেল।
কাকা তখন আংটিটি ভালো করে পরীক্ষা করে বললেন এটা তোমার মায়ের কাছে দিয়ে বলবে যে এখন বাজার খুব মন্দা যাচ্ছে। কিছুদিন পর এটা বিক্রি করলে হয়তো ভালো দাম পাওয়া যাবে। কাকা ছেলেটার হাতে কিছু টাকা দিয়ে বললেন আপাতত এটা দিয়ে কিছু খাবার দাবার কিনে নিয়ে যাও আর কাল থেকে প্রতিদিন তুমি দোকানে আসবে। কখন ভালো কাস্টমার পাওয়া যায় বলা যায় না। ভালো কাস্টমার পেলে যেন তুমি সাথে সাথেই দৌড়ে গিয়ে বাড়ি থেকে আংটি নিয়ে আসতে পারো। তাই তুমি সারাদিন দোকেনেই থাকবে।
পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগল। সময়ের সাথে সাথে কাকার কাজ করা দেখতে দেখতে এক সময় ছেলেটিও সোনা রুপা হীরার কাজ শিখতে আরম্ভ করলো। কাজের শেখার অতি আগ্রহ ও পরিশ্রমের ফলে অল্প দিনেই ছেলেটি খুব ভালো মানের একজন স্বর্ণকার বা সেকরা হয়ে উঠলো। অল্প দিনেই তার কাজের সুনাম ছড়িয়ে পড়ল। অনেক দূর দূরান্ত থেকে তখন তার কাছে লোকজন সোনার গহনা বানাতে ও পরীক্ষা-নিরীক্ষা করতে আসতে শুরু করলো। সবার কাছেই প্রশংসিত হচ্ছিল তার কাজ। এভাবে চলতে থাকলো কিছুদিন।
একদিন ছেলেটির কাকা তাকে ডেকে বলল কালকে তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো। তাই সে যেন তোমার কাছে সেই আংটিটি দেন । এখন সেটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।
ছেলেটি পরদিন বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে আংটি নিয়ে পরিক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার তাই চেহারাটা আর কাকার কাছে না গিয়ে বাড়িতে রেখে দিল ।
পরের দিন যথারীতি দোকানে গেলে কাকা জিজ্ঞেস করল আংটি টি এনেছ। ছেলেটি বলল না কাকা ওটা পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হিরের আংটি। তাই বাসায়ই রেখে এসেছি।
এই শুনে কাকা বলল শোন তুমি যেদিন আমার কাছে আংটিটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে গিয়েছিলাম যে এটা নকল।
কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের খারাপ সময় যাচ্ছে বলেই কাকা আমাদের আসল জিনিসটাকে নকল বলছে।
আজ যখন এই ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বুঝতে পারছো যে এটা নকল হীরার আংটি। এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছ যা কিছু ভাবছো সবটাই এই আংটির মতোই নকল মিথ্যা।
প্রকৃত জ্ঞান ছাড়া কোন জিনিসের বিচার সঠিক সম্ভব নয়। আর এই সঠিক জ্ঞান না থাকার কারনেই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।
তাই একটু বুদ্ধি খাটিয়ে আমি এই পরিকল্পনাটি তৈরী করেছিলাম। যাতে তোমাদের সাথে আমার সম্পর্কটা ভালো থাকে এবং সেইসাথে তুমি যেন সঠিক জ্ঞান অর্জন করতে পারো।
এই গল্প থেকে আমরা মোরাল হিসাবে এটাই শিখতে পারি যে কোন বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে সেই বিষয়ে কোন সিদ্ধান্ত দেয়া বা মন্তব্য করা উচিত নয়।