শিক্ষনীয় গল্প - Motivational Story Bangla
একদিন ক্যানাডার এক শহরে কনকনে ঠান্ডা এক শীতের রাতে একজন কোটিপতি ভদ্রলোক তার বাড়ির সামনে এক দরিদ্র বৃদ্ধ কে দেখতে পেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বৃদ্ধ লোকটি সম্পূর্ণ খালি গায়ে ছিল তার গায়ে কোন কাপড় ছিলনা। এটা দেখে তার কাছে খুবই খারাপ লাগলো। তিনি বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করলেন বাহিরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোন কাপড়ও নেই আপনার কি শীত লাগে না। কোটিপতির এই কথা শুনে বৃদ্ধ লোকটি একটু মুচকি হাসলো। তারপর উত্তরে বললো। আমার কাছে কোন উঞ্চ কাপড় নেই কিন্তু আমি এটা মানিয়েছি নিয়েছি। এতে আমার কোন সমস্যা হয়না।
কোটিপতি লোকটি তার কথা শুনে আরও অবাক হয়ে গেলেন। এটা কি করে সম্ভব। এত ঠান্ডা শীত কি কোন মানুষ সহ্য করতে পারে। যাইহোক সেই বৃদ্ধের জন্য তার মনে খুবই মায়া লাগলো। তিনি বৃদ্ধকে বললেন আপনি আমার জন্য অপেক্ষা করুন কোথাও যাইয়েন না আবার। আমি আপনার জন্য ভিতর থেকে একটা শীতের পোশাক নিয়ে আসবো।
বৃদ্ধ লোকটি তার এই কথা শুনে মনে মনে খুবই খুশি হলেন। একটু মাথা নারিয়ে বলল ঠিক আছে আমি অপেক্ষা করব।
কোটিপতি লোকটি তার বাড়ির ভেতরে চলে গেলেন এবং আলমারি থেকে বৃদ্ধের জন্য ভাল দেখে একটা শীতের পোষাক বের করলেন। কিন্তু এরই মধ্যে হঠাৎ করেই বাড়ির কাজে তিনি ব্যস্ত হয়ে পড়লেন। তিনি এতটা ব্যাস্ত হয়ে পড়েছিলেন যে, সেই বৃদ্ধের কথা তিনি একেবারেই ভুলেই গেলেন। এভাবেই কেটে গেল সারা রাত।
সকালে ঘুম থেকে উঠা মাত্রই তার মনে হল সেই বৃদ্ধ দরিদ্র লোকটির কথা। তিনি আর দেরি না করে শীতের পোশাক টি নিয়ে ঘর থেকে বের হলেন বৃদ্ধ লোকটিকে দেয়ার জন্য। কিন্তু তিনি তার বাড়ির কিছু সামনেই দেখতে পেলেন বৃদ্ধ লোকটি মৃত অবস্থায় পড়ে আছে নিশ্চয়ই লোকটি ঠান্ডায় অনেক কষ্ট পেয়ে তারপর মারা গেছে। এটা তার কাছে খুবই খারাপ লাগলো। নিজেকে নিজের কাছে খুবই অপরাধী মনে হচ্ছিল। এটা আমি কি করলাম। বৃদ্ধতো আমার কাছে চায়নি। আমিইতো নিজে থেকে সেধে তাকে শীতের কাপড় টি দেয়ার কথা বললাম। এটা কি করলাম আমি।
লোকটি দেখলো বৃদ্ধে মানুষটির হাতে একটা চিরকুট রয়েছে। তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখলেন - তাতে লেখা রয়েছে।
আমার কাছে যখন কোন শীতের গরম কাপড় ছিল না। তখন আমার ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা ছিল। আমার কোন কষ্ট হতনা। কারন আমি এটা মানিয়ে নিয়েছিলাম। এটা আমার শরীরের সাথে সয়ে গিয়েছিল। কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন আমি আপনার কথার উপর নির্ভরশীল হয়ে পড়ি। আসক্ত হয়ে পড়ি আপনার প্রতিশ্রুতির উপর। যার ফলে তীব্র ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতস আমি হারিয়ে ফেলি।
কাউকে কখনোই ভালোভাবে না বুঝে না ভেবে প্রতিশ্রুতি দেয়া উচিৎ নয়। আর কাউকে অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে সব সময় বিরত থাকুন। এতে হয়তো আপনার কিছুই হবেনা কিন্তু যাকে কথা দিয়েছিলেন তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যেতে পার।
জীবনে একা থাকতে শেখার দরকার আছে কারন জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তগুলো আমাদের একা একাই কাটাতে হয়।
কিছু একাকিত্বের আসলে কোনো নাম হয়না। আশেপাশে অনেকে থাকলেও নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলাও যায় না কাউকে বোঝানোও যায় না।
যারা বলে আর কেদোনা তুমি কাঁদলে খুব কষ্ট পাই অথচ একফিন তারাই মুখের হাসিটা কেড়ে নেয়র প্রধান কারন হয়ে দাঁড়ায়।
অবহেলা হচ্ছে এমন একটস শব্দ যা একজন মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল করে দেয়।
কাউকে ভুলে থাকাটা যতটা কঠিন কাজ তার চেয়ে বেশি কঠিন হলো কারো ভিতরের আসল রূপটা চিনতে পারা।
জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিরব হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকেনা
মানুষ ব্যস্ততার কারনে হারিয়ে ফেলে সময়। ক্লান্ত হলে হারিয়ে ফেলে শক্তি। আর স্বার্থের জন্য মানুষ হারিয়ে ফেলে তার মনুষত্ব।।
মাঝে যেটা হারিয়ে ফেলে সেটা হল সময় ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হল শক্তি আর স্বার্থ পূরন করার জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হল মানুষের মনুষত্ব।
তুমি ভেতর থেকে ভেঙে পড়েছে এটা কাউকে বুঝতে দিওনা কারন লোকে ভেঙে যাওয়া বাড়ির পর্যন্ত করে নিয়ে যায়।
জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। যে ভালোবাসার নামে অভিনয় করে যে বিশ্বাসের অমর্যাদা করে আর যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে।
ঘরের আপন মানুষগুলো শত্রুতা করলে মানুষ সবচেয়ে বেশী কষ্ট পায় কারণ বাইরের শত্রু আমাদের তেমন ক্ষতি করতে না পারলেও ঘরের শত্রু আমাদের অসহায় করে দেয়।
কেউ একটু ভালো ব্যবহার করলে কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তারাই জীবনে বেশি কষ্ট পেয়ে থাকে।